আয়াক্স ছাড়লেন নেদারল্যান্ডের বিশ্বকাপ স্টার ডিলে ব্লিন্ড

চুক্তির মেয়াদ ছয়মাস বাকি থাকতেই আয়াক্স ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডের তারকা ডিফেন্ডার ডেলি ব্লিন্ড, ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ৩২ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই খেলোয়াড় কাতার বিশ^কাপে কোয়র্টার ফাইনালে খেলা নেদারল্যান্ডের প্রতিটি ম্যাচেই খেলেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ষোলর ম্যাচে তিনি গোলও করেছেন। কিন্তু ব্লিন্ড এখন পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে আয়াক্স ছাড়তে যাচ্ছেন।

আয়াক্সের সভাপতি এডউইন ফন ডার সার বলেছেন, ‘গত কয়েকদিনের আলোচনার ভিত্তিতে আমরা ডিলের সাথে একটি সমঝোতায় এসেছি। তার সাথে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি দ্রুতই সে নতুন ক্লাব পেয়ে যাবে এবং সেই ক্লাবের হয়ে সফল ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটাতে পারবে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি ঘরের মাঠ ইউহান ক্রুইফ এরিনাতে ম্যাচের মাধ্যমে সে ক্লাব ছাড়বে। কারন তার মাধ্যমে সমর্থকদের বিদায় জানানোর সঠিক পথ খুঁজে পাবে।’

%d bloggers like this: